Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

সমাজ সেবী হিসাবে দানবীর মেহের মুসুল্লীর তুলনা নেই। বাংলা ১২৪৮ সনে তিনি জন্ম গ্রহন করেন ও ১৩৩০ সালে মৃত্যু বরণ করেন। সামান্য এর জন ডাকবাংলার চেৌকিদার হয়েও তিনি পাইকগাছা কপিলমুনি রাস্তার পাশে বৃক্ষ রোপন, পথিককে পানি সরবরাহ এবং স্যার পি,সি রায় এর কাছে ১৩২৬ সালে দরিদ্র মেধাবী ছেলেদের শিক্ষার জন্য চার হাজার টাকা দান করেন। তার সৃতি ধরে রাখার জন্য মেহের মুসুল্লী ট্রাষ্ট বৃক্ষ রোপন এর জন্য প্রতি বছর স্বর্ন ও রোপ্য পদক প্রদান সহ মেধাবী ছাত্র ছাত্রিদের বৃত্তি প্রদানে সিদ্বান্ত নিয়েছেন। তিনি গদাইপুর গ্রামে জন্মগ্রহন করেন।

একই গ্রামের সুনাম ধন্য কাজী পরিবারের প্রখ্যাত সাহিত্যক কাজী ইমদাদুল হক জন্ম গ্রহন করেন।